আলহামদুলিল্লাহ,,
মানবতার ডাকে সাড়া দিয়ে,
মডেল মানব কল্যাণ সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু সাঈদ স্যার কেয়ার এইড হাসপাতাল, স্কয়ার মাষ্টার বাড়ি, ভালুকা, ময়মনসিংহে এক অসহায় রক্ত শুণ্যতার রোগীকে ৯ম তম বারের মতো ও পজেটিভ লাল ভালোবাসা উপহার দিলেন.!
স্যার শত ব্যস্ততার মধ্যেও সারাদিন সময় না পেলেও রাত ৯ টায় ছুটে গিয়ে রক্তদান করে রাত ১১ টায় বাসায় ফিরে আসছেন।
স্যারের যখন রক্তদান করার সময় হয়ে আসে তখন তিনি খুঁজে বেড়াতেন যে কার রক্ত লাগবে। খোঁজ পাওয়া মাত্রই গিয়ে রক্ত দিয়ে আসতেন। সেটা রাত হোক বা দিন হোক।
স্যার রক্তদান এর পাশাপাশি অনেক সেবামূলক কাজ করে থাকেন। স্যার নিজের কষ্টের থেকে অন্যের কষ্টে বেশি কষ্ট পান। তাই তিনি যতটুকু পারেন দান সেবা করে থাকেন।
রক্তদান, গরিব দুঃখীদের শীত বস্ত্র এছাড়াও আর্থিক ভাবে দান করে থাকেন।
আসুন আমরাও স্যার এর মতো আমাদের আসে পাশের গরিব দুঃখীদের পাশে দাড়াই।
আমরা স্যার এর জন্য সকলেই দোয়া করবো স্যার যেনো আমাদের মাঝে সুস্থ থাকেন, আল্লাহ যেনো তাকে নেক হায়াত দান করেন। ওনার জীবন সুখ ও শান্তির হোক।
(আমিন )
0 Comments