রক্তদান নিয়ে ৩০টি স্লোগান

 


রক্তদান নিয়ে ৩০টি স্লোগান---




১. “তুচ্ছ নয় রক্তদান, 


বাঁচাতে পারে একটি প্রাণ”






২. “রক্ত দিলে হয়না ক্ষতি, 


জাগ্রত করে মানবিক অনুভুতি”






৩. “জীবন বাঁচাতে সহযোগীতা করতে চান, 


তাহলে মুমূর্ষ রোগীকে করুন- রক্তদান”






৪.


“হাতে থাকে অন্তত ২ জন ব্লাডডোনার, 


সুরক্ষিত থাকবে গর্ভবতি মায়ের প্রাণ"






৫. "আপনার রক্তে বাঁচতে হাজারও প্রান- যদি করেন রক্ত দান, 


তাহলে আপনারা কেন করবননা রক্তদান?”






৬. “যদি হই রক্তদাতা, 


জয় করবো মানবতা”






৭. “স্বয়ং করে ফেলুন একটি নিয়ত, 


রক্ত দিয়ে বাঁচাবো অসুস্থর জীবন”






৮. “মানবতার টানে, 


ভয় নেই রক্তদানে”






৯. “আপনার এক ব্যাগ রক্তদান,


বাঁচাতে সহযোগিতা করবে মুমূর্ষ রোগীর প্রাণ”




১০. “যদি করেন নিয়মিত রক্ত-দান, 


রক্তের অভাবে ঝরবেনা একটিও প্রাণ”






১১. “স্বেচ্ছায় রক্তদান করুন, 


মুমূর্ষ রোগীর মুখে হাঁসি ফোটান”






১২. “প্রতিবার রক্ত দিতে গিয়ে-একজন রক্তদাতা, 


বিনাখরচে যাচাই করতে পারে-সার্বিক সুস্থতা”






১৩. “সুস্থ থাকলে করুন রক্তদান, 


হার্ট এ্যাটাকের ঝুকি কমান”







১৫. 


“স্বেচ্ছায় অসহায় রোগীকে রক্ত দিলে, 


আল্লাহ বলেন এতে- সমগ্র জাতীর 


প্রান বাঁচানো সওয়াব মিলবে”







১৭. “যারা নিয়মিত রক্ত দিবে, 


তাদের রক্তের- কোলেস্টেরল কমবে”






১৮. “স্বেচ্ছায় রক্তদান করুন,


সামাজিক অঙ্গীকার পালন করুন”






১৯. “মনের ভয়কে দূর করুন, 


স্বেচ্ছায় রক্তদান করুন”






২০. “কোন থ্যালাসেমিয়া রোগী যদি হয় আপনজন, 


তাহলে আগে থেকেই রক্তদাতা প্রস্তুত রাখুন”






২১. ”মুমূর্ষু রোগীকে রক্তদিলে, 


মানসিক তৃপ্তি মিলে”






২২. “একজন রক্তদানকারী, 


নিঃসন্দেহে সে পরোপকারী”






২৩. “যারা নিয়মিত রক্ত দিবে, 


তাদের ক্যান্সারের ঝুকি কমবে”






২৪. “মুমূর্ষ রোগীকে স্বেচ্ছায় রক্ত দিবো, 


দালালদের ব্যবসা বন্ধ করবো।






২৬. “জরুরি রক্তের প্রয়োজনের সময়, 


যে কোন গ্রুপই সহজলভ্য নয়”






২৭. “আমার রক্ত আমি দিবো, 


অসহায় রোগীকে দিবো”






২৮. “জাতি ধর্ম ও দল নির্বিশেষে, 


রক্ত দিবো হেসে হেসে”






২৯. “মুমূর্ষ রোগীর প্রাণের টানে, 


এগিয়ে আসুন রক্তদানে”

Post a Comment

0 Comments