ফ্রি রক্ত পরিক্ষা মানবতার বাতিঘরে

” স্বেচ্ছায় করি রক্ত দান
হাসবে রোগী, বাঁচবে প্রাণ “

” সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে “

আজ বৃহস্পতিবার দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ঘন্টাঘর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পযুন্ত কার্যক্রমটি চলে । এটির আয়োজন করেন ” মানবতার বাতিঘর ” নামক একটি অরাজনৈতিক মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে ২৫০ জন লোকের রক্ত পরিক্ষা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আল – মামুদ সাদাত (শুভ) ও ডা: রশিদুল ইসলাম প্রধান যুগ্ন আহ্বায়ক মানবতার বাতিঘর। এছাড়াও আব্দুল্লাহ আল হাবিব,সভাপতি, ধ্রুবতারা ইয়্যুত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দিনাজপুর, সাজ্জাদ হুসাইন সাগর, সাধারন সম্পাদক, ধ্রুবতারা ইয়্যুত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দিনাজপুর,মাজেদুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক , ধ্রুবতারা ইয়্যুত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দিনাজপুর। এবং অপু, দিপু, মাজদার, আজিমুল, রাসেল,সোয়েব সহ মানবতার বাতিঘর এর সকল সদস্য বৃন্দ ।
কার্যক্রমটি সঠিক ভাবে পরিচালনা করতে মাস্ক ও সবার হাতে জীবাণুনাশক সলিউশন দেওয়া হয় এবং সামাজিক দুরত্ব সজায় রাখা হয় ।

Post a Comment

0 Comments